মোঃ আরাফাত সানী,মুফিজ উদ্দিন::কক্সবাজারের টেকনাফ উপজেলার পৌর শহর সহ বিভিন্ন স্হানে উপজেলা প্রশাসন ও নৌ বাহিনীর উদ্যোগে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে আবারো মাঠে নেমেছে টেকনাফ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মসসুর।
২২ জুলাই (বোধবার) সকাল ১১.৩০ ঘটিকার সময় টেকনাফ বাস স্টেশন, লামার বাজার, উপরের বাজার, মাছের বাজার, সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী, শপিংমল, মোদির দোকানদাদের সকলকে মাক্স পরিধানে উৎসাহ প্রদান করেন।
স্বাস্থ্য অধিদপ্তর কতৃক নির্দেশিত মাক্স পরিধান বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের মাঝে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোভিট ১৯’এ টেকনাফে বিশেষ দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনী ল্যাফট্যানেন্ট কমান্ডার মনিরুজ্জামান ও টেকনাফ মডেল থানার এস আই বাবু অরুণ চাকমা সহ কর্পোরাল মোঃ করিম এবং নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply